২০১৯ (জুলাই) শিক্ষাবর্ষের জন্য আবেদনপত্র নেওয়া শুরু হলো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি মাষ্টার ,ব্যাচেলার, ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্সের জন্য নেওয়া হচ্ছে আবেদনপত্র।
ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (ইগনু), নিউ দিল্লী তরফে ১৫০ এর বেশী কোর্সের ভর্তির জন্য আবেদন পত্র চাওয়া হচ্ছে। এটি ২০১৯ (জুলাই) নতুন শিক্ষাবর্ষের জন্য। শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির অফিশিয়াল ওয়েবসাইট www.ignou.ac.in থেকে। আবেদন গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, এবং অনলাইনে আবেদন গ্রহণ করা হবে সার্টিফিকেট কোর্সের জন্য ১৫ ই জুলাই এবং অন্যান্য কোর্সের জন্য, ৩১ জুলাই ২০১৯ পর্যন্ত। এই পাঠক্রমের শিক্ষাবর্ষ শুরু হবে জুলাই,২০১৯ বা তার পর থেকে।
★ ইগনুর অফিশিয়াল ওয়েবসাইট www.ignou.ac.in এ লগ ইন করুন।
★ ‘Register Online’ এ গিয়ে ‘FRESH ADMISSION ‘ বাটনে ক্লিক করুন।
★ এরপর ‘Register Yourself’ এ ক্লিক করুন।
★ প্রথমে ‘Declaration’ বাটনে ক্লিক করে ‘I agree and Proceed’ বাটনে ক্লিক করুন।
★ নির্দিষ্ট ফর্ম টি ফিল আপ করুন।
★ ফর্ম ফিল আপ শেষ করে ‘Make Payment’ অপশনে গিয়ে ফি জমা করুন।
আরও বিস্তারিত জানতে IGNOU এর ওয়েবসাইট এ ভিজিট করুন