সেবাই পরম ধর্ম। ফ্লোরেন্স নাইটিঙ্গেল, মারিয়ান কোপ, গ্রেস ওয়েলসন যাঁদের উদ্বুদ্ধ করে, তাঁরা আর পাঁচটা পেশা ছেড়ে বেছে নেয় একটাই কাজ৷ আর্তের সেবা৷ অর্থাৎ নার্সিং৷ ধবধবে সাদা ইউনিফর্ম- পোশাকেই পরিচয় বোঝা যায় নার্সের৷ চিকিৎসা বিজ্ঞানে ডাক্তারির পরই যে কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে সারা পৃথিবীতে স্বীকৃত, তা হল নার্সিং৷ সরকারি হোক বা বেসরকারি স্বাস্থ্য পরিষেবা, নার্সের চাকরির সুযোগ রয়েছে সর্বত্র৷ তবে হ্যাঁ, আর পাঁচটা সাধারণ চাকরির সঙ্গে এর একটাই ফারাক৷ সেবার মানসিকতা না-থাকলে, শুধুমাত্র চাকরি করবো ভেবে এ পেশায় না-আসাই ভালো৷
নার্সিং পেশায় যোগ দিতে গেলে জরুরি প্রশিক্ষণ৷ কলকাতা ও জেলায় রয়েছে অনেক নার্সিং স্কুল/কলেজ৷ উচ্চমাধ্যমিক পাশের পর ডিপ্লোমাও করা যেতে পারে, আবার স্নাতক স্তরেও পড়া যেতে পারে৷ কর্ম সংস্থানের সুযোগ রয়েছে সবেতেই৷ মোটামুটি ভাবে যে সব প্রতিষ্ঠানে বিএসসি (নার্সিং) পড়ানো হয়, সেগুলির সব ক’টিতেই জিএনএম ডিপ্লোমার সুযোগ রয়েছে৷
কোর্সের নাম
- নার্সিং ( Nursing)
- ডিপ্লোমা ( Diploma)
- জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (GNM)
- ডিগ্রি
- বিএসসি (নার্সিং)
ভর্তির প্রক্রিয়া
জিএনএম: যে কোনও শাখায় উচ্চমাধ্যমিক পাশ করার পর ‘সিলেকশন বোর্ড’ মারফত্ উচ্চমাধ্যমিকে প্রান্ত নম্বরের ভিত্তিতে ভর্তি হওয়া যায়৷ তবে ‘সিলেকশন বোর্ড’ সব সময় চালু থাকে না৷ আঞ্চলিক ভিত্তিতে (কয়েকটি জেলার সমষ্টি) সিলেকশন চলার আগাম খবর বিজ্ঞাপন মারফত্ জানতে পারা যায়।
বিএসসি (নার্সিং): বিজ্ঞান নিয়ে (জীববিজ্ঞান আবশ্যিক) উচ্চমাধ্যমিক পাশ করার পর ‘জেনফার’ (জয়েন্ট এন্ট্রান্স ফর নার্সিং, ফার্মেসি, হোমিওপ্যাথি অ্যান্ড আয়ুর্বেদিক) প্রবেশিকা দিতে হয়৷ পরীক্ষার মেধাতালিকা প্রকাশের পর কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তি হওয়া যায় নার্সিং কলেজে৷ কোন কলেজে সুযোগ মিলবে, তা নির্ধারিত হয় কাউন্সেলিংয়ে কোর্সের মেয়াদ।
জিএনএম: ছ’ মাসের ইন্টার্নশিপ-সহ সাড়ে তিন বছর।
বিএসসি (নার্সিং): ছ’ মাসের ইন্টার্নশিপ-সহ চার বছর৷ আগে জিএনএম করা থাকলে, দু’ বছরের ‘কনডেন্সড বিএসসি (নার্সিং)’-ও করা যেতে পারে
ত্রিপুরা তে নার্সিং কলেজের তালিকা:
১. ত্রিপুরা মেডিকেল কলেজ
www. tmc.nic.in

২. ত্রিপুরা সুন্দরী কলেজ অফ নার্সিং
tripurasundarinursing.com
৩. ইন্সটিটিউট অফ নার্সিং সায়েন্স
৪. ত্রিপুরা কলেজ অফ নার্সিং
৫. ডক্টর বি আর এ এম নার্সিং স্কুল
৬. জি বি পান্থ হসপিটাল
পশ্চিমবঙ্গে নার্সিং (স্নাতক) কলেজের তালিকা
সরকারি:
১৷ কলেজ অফ নার্সিং, কলকাতা (মেডিক্যাল কলেজ ক্যাম্পাস)
আসনসংখ্যা: ৫০ ওয়েবসাইট: www.medicalcollegekolkata.org
ফোন নম্বর: (০৩৩) ২২৫১-১৬০০
২৷ কলেজ অফ নার্সিং, কম্যান্ড হাসপাতাল, কলকাতা
আসনসংখ্যা: ৩০ ফোন নম্বর: ৮৮০০৫৬৭৭৩৩
৩৷ কলেজ অফ নার্সিং, আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল, কলকাতা
আসনসংখ্যা: ৫০ ওয়েবসাইট: www.rgkarmedicalcollege.org
ফোন নম্বর: (০৩৩) ২৫৫৫-৭৬৫৬/৭৬৭৫/৭৬৭৬
৪৷ কলেজ অফ নার্সিং, এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতাল
আসনসংখ্যা: ৫০ ওয়েবসাইট: nrsmch.org
ফোন নম্বর: (০৩৩) ২২৬৫-৩২১৩/৩২১৪/৩২১৫/৩২১৬/৩২১৭
৫৷ গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, কলকাতা (এসএসকেএম হাসপাতাল ক্যাম্পাস)
আসনসংখ্যা: ৩০ ওয়েবসাইট: www.ipgmer.gov.in
ফোন নম্বর: (০৩৩) ২২২৩-৯৮৯৬
৬৷ কলেজ অফ নার্সিং, ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল
আসনসংখ্যা: ৫০ (কনডেন্সড বিএসসি) ওয়েবসাইট: www.cnmckolkata.webs.com
ফোন নম্বর: (০৩৩) ২২৮৪-৩৫৮২
৭৷ গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, বর্ধমান
আসনসংখ্যা: ৫০ ওয়েবসাইট: www.burdwanmedicalcollege.info
ফোন নম্বর: (০৩৪২) ২৬৬-৫২২৮, ২৬৫-৮৬৪৬, ২৫৫-৮৬৪১/৮৬৪২
৭৷ কলেজ অফ নার্সিং, মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
আসনসংখ্যা: ৫০ ফোন নম্বর: (০৩২২) ২২৭-৫৫০৩/৪৩২১
৮৷ কলেজ অফ নার্সিং, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ
আসনসংখ্যা: ৫০ ওয়েবসাইট: IPbsmc.org.in
ফোন নম্বর: (০৩২৪) ২২৫-১৩২৪, ২২৪-৪৭০০
বেসরকারি:
১৷ অ্যাপোলো গ্লেনিগেলস নার্সিং কলেজ, কলকাতা
আসনসংখ্যা: ১০০ ওয়েবসাইট: www.apollohospitals.com
ফোন নম্বর: (০৩৩) ২৩২০-৩০৪০/২১২২
২৷ বিএম বিড়লা কলেজ অফ নার্সিং, কলকাতা
আসনসংখ্যা: ৪০ ওয়েবসাইট: www.birlaheart.org/College_of_Nursing
ফোন নম্বর: (০৩৩) ২৪৫৬-৭৮৯০/৭৭৭৭
৩৷ কলেজ অফ নার্সিং, আরএন টেগোর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়ার সায়েন্সেস, কলকাতা
আসনসংখ্যা: ১০০ ওয়েবসাইট: www.rtiics.org
ফোন নম্বর: (০৩৩) ৭১২২-২২২২, ২৪৩৬-৪০০০
৪৷ নেওটিয়া অ্যাকাডেমি অফ নার্সিং, কলকাতা
আসনসংখ্যা: ৫০ ওয়েবসাইট: www.ambujaneotia.com/healthcare/neotia-academy-nursing.aspx
ফোন নম্বর: (০৩৩) ৪০৪০-৬০৬০, ২২৮৫-০০২৮
৫৷ পিয়ারলেস কলেজ অফ নার্সিং, কলকাতা
আসনসংখ্যা: ৩০ ওয়েবসাইট: www.peerlesshospital.com
ফোন নম্বর: (০৩৩) ২৪৬২-২৩৯৪/২৪৬২/০০৭১/০০৭২/০০৭৩
৬৷ মা সারদা কলেজ অফ নার্সিং, রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, কলকাতা
আসনসংখ্যা: ২৫ ওয়েবসাইট: rkmsevapratishthan.org
ফোন নম্বর: (০৩৩) ২৪৭৫-৩৬৩৬/৩৬৩৭/৩৬৩৮/৩৬৩৯
৭৷ শোভারানি নার্সিং কলেজ, কেপিসি মেডিক্যাল কলেজ, যাদবপুর
আসনসংখ্যা: ৪০ ওয়েবসাইট: www.kpcmedicalcollege.org
ফোন নম্বর: (০৩৩) ২৪২৯-৮০২৯/৮০৩০
৮৷ সিস্টার ফ্লোরেন্স কলেজ অফ নার্সিং, বড়িষা
আসনসংখ্যা: ৫০ ফোন নম্বর: (০৩৩) ২৪৪৭-৫১৬৫
৯৷ উডল্যান্ডস কলেজ অফ নার্সিং, বিষ্ণুপুর, দক্ষিণ ২৪ পরগনা
আসনসংখ্যা: ৪০ ওয়েবসাইট: www.woodlandshospital.in
ফোন নম্বর: (০৩৩) ২৪৫৬-৭০৭৫/৭০৭৬/৭০৭৭/৭০৭৮/৭০৭৯
১০৷ রুবি জেনারেল হাসপাতাল
আসনসংখ্যা: ২০ (শুধুমাত্র জিএনএম) ওয়েবসাইট: www.rubyhospital.com/school-nursing.html
ফোন নম্বর: (০৩৩) ৩৯৮৭-১৮০০, ২৪৪২-৬০৯১
১১৷ আমরি স্কুল অফ নার্সিং, কলকাতা
আসনসংখ্যা: ৩০ (শুধুমাত্র জিএনএম) ওয়েবসাইট: www.amrihospital.com/saltlake
ফোন নম্বর: (০৩৩) ২৩৩৫-৭৭১০
১২৷ মিশন অফ মার্সি স্কুল অফ নার্সিং, কলকাতা
আসনসংখ্যা: ২৫ (শুধুমাত্র জিএনএম)
ওয়েবসাইট: www.momhospital.org/htm/schnurse.htm
ফোন নম্বর: (০৩৩) ২২২৯-৪৮৭৬/৪৮৮৬, ২২৪৬-১৭৭৫
১৩৷ ইসলামিয়া নার্সেস ট্রেনিং সেন্টার, কলকাতা
আসনসংখ্যা: ২০ (শুধুমাত্র জিএনএম)
ফোন নম্বর: (০৩৩) ২২৩৭-৮৭৩৭
[…] […]
[…] […]
[…] আরও পড়ুন – সেবাই যখন জীবিকা – কিভাবে আসবেন এই পেশ… […]